কুমিল্লার বর্তমান পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএমকে (বার) কুমিল্লা থেকে বদলি করে সিলেট পুলিশ সুপার করা হয়েছে। তার স্থলে কুমিল্লার নতুন পুলিশ সুপার (এসপি) করা হয়েছে পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম, পিপিএমকে।
রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
প্রজ্ঞাপনে এসপি সমমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। একজন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন।
জেলাগুলো হল- রংপুর, কুষ্টিয়া, সিলেট, কুমিল্লা, পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, টাঙ্গাইল, নীলফামারী, যশোর, মাদারীপুর ও সুনামগঞ্জ।
তবে প্রজ্ঞাপনে বদলির কারণ জানানো হয়নি। বদলি কার্যক্রমটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
বদলি হওয়া ১৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) তালিকা দেখুন এখানে>>>
উল্লেখ্য, পাবনা জেলার কৃতি সন্তান ২৫ তম ব্যাচ (বিসিএস) মো. সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম ২০২২ সাল ২৫ শে আগষ্ট থেকে পটুয়াখালী জেলা পুলিশ সুপার দায়িত্ব পালন করছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC