সোমবার ৮ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লার ধর্মপুরে অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla -Police attacked, car vandalized during raid in Dharmapur, Comilla
কুমিল্লার ধর্মপুরে অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

কুমিল্লা নগরীর ধর্মপুর রেলগেট এলাকায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করতে গিয়ে স্থানীয় মাদক কারবারিদের হামলার শিকার হয়েছে পুলিশ। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় অন্তত তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার সময় আটককৃত আসামি এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ধর্মপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় ওয়ারেন্টভুক্ত আসামি মো. রবিনকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। রবিনকে আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয়।

একপর্যায়ে রবিনের সহযোগী একদল মাদক কারবারি ক্ষিপ্ত হয়ে পুলিশ এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পুলিশের একটি গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং তিন পুলিশ সদস্য আহত হন। এই হট্টগোলের সুযোগে আটককৃত রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিন পুলিশের তালিকাভুক্ত ওয়ারেন্টভুক্ত আসামি। চেকপোস্টে তল্লাশিকালে তাকে ছুরিসহ আটক করা হয়েছিল। কিন্তু স্থানীয় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে আসামি ছিনিয়ে নেয়।

এ ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং হামলায় জড়িত ও পলাতক আসামিকে গ্রেফতারে কঠোর অবস্থানে গেছে প্রশাসন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছেন।

আরও পড়ুন