জানুয়ারি ৮, ২০২৫

বুধবার ৮ জানুয়ারি, ২০২৫

কুমিল্লার দেবীদ্বারে বালুবোঝাই ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

Driver dies after sand laden tractor overturns at Devidwar in Comilla
ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় বালুবোঝাই ট্রাক্টর উল্টে রোবেল মিয়া (৩৮) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় ফতেহাবাদ ইউনিয়নের খলিল গ্রামের গোমতী ব্রিজ সংলগ্ন গোমতী নদীর ভেতরে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ট্রাক্টরচালক রোবেল মিয়া (৩৮) উপজেলার খলিলপুর গ্রামের সাম মিয়ার পুত্র।

এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার বালিবাড়ি গ্রামের বালুর টিলা থেকে বালু বোঝাই করে বেড়িবাঁধের ওপর দিয়ে খলিলপুর উত্তরপাড়া নিয়ে যাওয়ার পথে খলিলপুর গোমতী ব্রিজে ওঠার আগেই মোড়ে দ্রুতগামী ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে গোমতী নদীর ভেতরে একটি গর্তে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

এ বিষয়ে দেবীদ্বার থানার ওসি শামসুদ্দিন মো. ইলিয়াস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠাই। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে দিই।