কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কের বেহাল দশা নিয়ে এবার অভিনব প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সড়কে মাছ ছেড়ে তিনি এই প্রতিবাদ জানান।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে হাসনাত আবদুল্লাহ তার গণসংযোগ চলাকালীন দেবিদ্বার উপজেলার কাচিসার এলাকায় এই ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
জানা গেছে, দেবিদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার মধ্যে সংযোগ স্থাপনকারী পথ নয়; এটি ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লিংক সড়ক। তবে, প্রায় সাড়ে ১৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। সড়কটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে, যার ফলে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে জল জমে ডোবার আকার নেয় এবং প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটে চলেছে।
প্রতিবাদ কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহর সাথে স্থানীয় এলাকাবাসীও অংশ নেন। তিনি বলেন, 'এই রাস্তায় মানুষ চলাচল করতে পারে না। কয়েক দিন আগে এই রাস্তায় দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। রাস্তাটি এমন অবস্থায় আছে যে, ধান চাষ না করে মাছ চাষ করলেও বেশি লাভ হবে। আমি আজ মাছ ছেড়ে প্রতিবাদ জানালাম, আপনারাও মাছ ছাড়ুন, অন্তত মানুষ কিছু মাছ খেতে পারবে।'
এর ঠিক আগের দিন, বৃহস্পতিবার (৯ অক্টোবর), হাসনাত আবদুল্লাহ এবং কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার মধ্যে ফোনালাপের একটি দুই মিনিট দুই সেকেন্ডের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
সেই ফোনালাপে হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে, কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট অংশে অক্টোবরের ২০ তারিখের মধ্যে যদি সংস্কার কাজ শুরু না হয়, তবে তিনি মহাসড়কে যান চলাচল বন্ধ করে ধান চাষ শুরু করবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC