শুক্রবার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুমিল্লা বারুজীবী কল্যাণ সমিতি ঢাকা'র আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সংবর্ধনা অনুষ্ঠানে ২১৩ জন কৃতি শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, সম্মাননা ক্রেষ্ট এবং সনদ প্রদান করা হয়।
এফবিসিসিআই এর সদস্য ও কুমিল্লা বারুজীবী কল্যাণ সমিতি ঢাকা'র সভাপতি স্বপন কুমার সিংহ'র সভাপতিত্বে এবং রাজেস নাহা'র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত বন সংরক্ষক তপন কুমার দে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিধান সি.দাস, গাজী গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর আনন্দ চন্দ্র নাহা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মো. আব্দুল আলিম, কুমিল্লা বারুজীবী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য শ্রী কালিপদ মজুমদার, বারুজীবী সংগঠনের সাধারণ সম্পাদক নিমাই দত্ত, সহ সভাপতি পরিমল দত্তসহ আরও অনেকে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC