কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ক্লাস চলাকালে অন্তত ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। তারা সবাই নবম শ্রেণির শিক্ষার্থী।
গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলার বড়শালঘর ইউ.এম.এ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ৭ জনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। গুরুতর অসুস্থরা হলেন, মাহি ইসলাম, স্বপ্না আক্তার, মীম আক্তার, মহিমা আক্তার ও ইসরাত জাহান।
শিক্ষার্থী ইসরাত, মীম, ও নুসরাত জানান, গত মাসে নবম শ্রেণির তিন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়। পরে তাদের তিনজনের মধ্যে আজ দুজন ক্লাসে উপস্থিত হয়। একপর্যায়ে ক্লাস চলাকালে এক শিক্ষার্থী জ্ঞান হারিয়ে পড়ে যায়। তাকে ধরাধরি করে মাথায় পানি দেওয়ার সময় পর পর আরও কয়েকজন শিক্ষার্থী জ্ঞান হারায়।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থা কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম মুন্সি বলেন, শিক্ষার্থীরা হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। এটি এক ধরনের মানসিক রোগ। তাদের মধ্যে যারা গুরুতর অসুস্থ তাদের অক্সিজেন দেওয়া হয়েছে এবং সব শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নিগার সুলতানা বলেন, অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য বলা হয়েছে। আশা করছি তারা দ্রুত সুস্থ হয়ে যাবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC