শুক্রবার ৫ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লার দেবিদ্বারে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত, গ্যাস কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক

Debidwar, Cumilla
দেবিদ্বার, কুমিল্লা। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়াকে লাঞ্ছিত করার ঘটনায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের বিক্রয় উপ-শাখা (দেবিদ্বার) অফিসের কর্মকর্তা প্রকৌশলী মো. গোলাম রায়হানকে বদলী করা হয়েছে।

বুধবার  (২০ ডিসেম্বর) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. শহিদুল ইসলামের স্বাক্ষরে ওই কর্মকর্তাকে কুমিল্লায় বদলী করা হয়।

জানা যায়, ১৭ই ডিসেম্বর মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের জোসনা বেগম অবৈধভাবে চুলা ব্যবহারের অভিযোগে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন গোলাম রায়হান। পরের দিন জোসনা বেগম তার পিতা বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়াকে নিয়ে দেবিদ্বার গ্যাস অফিসের ওই কর্মকর্তার কাছে বৈধ গ্যাস সংযোগটি কেন অবৈধ দেখিয়ে বিচ্ছিন্ন করা হলো- জানতে চান। এ সময় ৫০ হাজার টাকা দিয়ে আবারো সংযোগ নিতে রায়হান তাদেরকে প্রস্তাব দেন।

ঘুস দিতে রাজি না হওয়ায় শহিদ মিয়াকে অফিস থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেন ওই কর্মকর্তা। পরে ১৯ ডিসেম্বর ইউএনও বরাবর অভিযোগ করলে পরদিন অভিযুক্ত কর্মকর্তাকে বদলি করা হয়।

 

আরও পড়ুন