ডিসেম্বর ২৬, ২০২৪

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার দেবিদ্বারে বিল থেকে ২ যুবকের লাশ উদ্ধার

Rising Cumilla - The bodies of 2 youths were recovered from the bill in Devidwar, Comilla
ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার একটি বিল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার জাফরগঞ্জ এলাকার বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের মনির হোসেন (৩৫) এবং খাগড়াছড়ি রামগঞ্জ উপজেলার মোহন মিয়া (৩৪)। তারা দুইজন জাফরগঞ্জ বাজারের ডিশ লাইনের শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।

এ বিষয়ে দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে।