সেপ্টেম্বর ৮, ২০২৪

রবিবার ৮ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে আইডি কার্ড বিতরণ

Distribution of ID cards among primary school teachers at Debidwar, Cumilla
ছবি ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সকল প্রাথমিক শিক্ষকদের মধ্যে আইডি কার্ড বিতরণ, প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন সমূহের শুভ উদ্বোধন এবং শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি।

প্রধান অতিথি বলেন, শেখ হাসিনা শিক্ষকের বেতন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে উন্নয়ন করে যাচ্ছেন। তাই এই উন্নয়ন ধরে রাখতে আগামীতে আবারও নৌকায় ভোট দেওয়া আহবান করেন।

এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার পৌর মেয়র ও সহকারি অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নয়ন মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, কুমিল্লা জেলা পরিষদ সংরক্ষিত মহিলা শিরিন সুলতানা, জেলা পরিষদ সদস্য মোঃ বাবুল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওয়াহিদ সালেহ, মাধ্যমিক একাডেমি সুপার মোঃ মাঈনুউদ্দিন, শিক্ষা অফিসার মুহাম্মদ মিনহাজ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।