মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Muhammad Ali Sumon
মোহাম্মদ আলী সুমন/ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত সুমন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে।

পুলিশ রোববার (৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী সোমবার (৬ অক্টোবর) এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত রিফাত ও বাবু হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর সোমবার (৬ অক্টোবর) সকালে মেজর (অব.) সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন