কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ বাস স্ট্যান্ডের কাছে একটি অবৈধ চুন কারখানায় অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস কো. লিমিটেডের গৌরীপুর অফিস। এসময় কারখানায় কর্মরত আট শ্রমিককে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে তাদের কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
বাখরাবাদ গ্যাস কো. লিমিটেডের গৌরীপুর অফিসের ইনচার্জ আম্লান কুমার দত্ত জানান, গতকাল রবিবার গোপন তথ্যের ভিত্তিতে গৌরীপুর অফিসের টিম আমিরাবাদ বাস স্ট্যান্ড থেকে আনুমানিক ১০০ গজ পশ্চিম দিকে রাজিবের গ্যারেজ সংলগ্ন দাউদকান্দি, কুমিল্লা নামক স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে দেখা যায়, সেখানে স্থাপিত বিজিডিসিএল এর ৪’ বিতরণ লাইন থেকে অবৈধভাবে দুটি সার্ভিস স্থাপন করা।
মেইন লাইন আনুমানিক ৮০ ফুট দূরে একটি চুন কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করে চুন উৎপাদন কাজ করাচ্ছে। অবৈধ চুন কারখানায় অভিযান পরিচালনাকালে মোট ১৩টি ফোকাস বার্নার পাওয়া যায়। এ গ্যাস বার্নার দিয়ে প্রতিদিন ৫০/৬০ হাজার টাকার গ্যাস সরকারের ক্ষতি সাধন হতো।
অভিযান পরিচালনাকারী টিম উক্ত অবৈধ চুন কারখানায় কর্মরত মোট ৮ জন কর্মীকে আটক করে এবং পরবর্তী সময় দাউদকান্দি থানায় পুলিশি হেফাজতের জন্য হস্তান্তর করে।
পরে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ বাদী হয়ে রাতে চুন কারখানার মালিক কামাল উদ্দিন, সালাউদ্দিন, বোরহান উদ্দিন এবং নাসির উদ্দিনসহ ১৩ জনের নামে মামলা দায়ের করেন।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েদ চৌধুরী জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় আটক শ্রমিকদের বিরুদ্ধে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ মামলা করেছে। আটককৃতদের আজ সকালে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC