
কুমিল্লার দাউদকান্দিতে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তাজিনদার সিং (৫০) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার রায়পুর সিংগুলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, তাজিনদার সিং উপজেলার মোহাম্মদপুর এলাকায় ‘এগ্রো এমবুস লিমিটেড’ নামে একটি ফ্যাক্টরিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি রায়পুর সিংগুলা গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য অনুযায়ী, তাজিনদার সিং শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে যান। সেখানে তিনি শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেন। এ সময় অন্য একটি শিশু ঘটনাটি দেখে শিশুটির মাকে খবর দেয়। শিশুটির মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাজিনদার সিংকে আটক করে গণধোলাই দেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে।
এই বিষয়ে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ‘শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক তাজিনদার সিংকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গ্রেফতারকৃত তাজিনদার সিং ভারতের পাঞ্জাবের বাসিপাঠানার বাসিন্দা।