কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সাবেক বিজিবি সদস্য শামসুল হক (৭৫) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মারুকা ইউনিয়নের নশিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর রাতেই দু’জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বসতবাড়ির আড়াই শতক জায়গার দখল নিয়ে প্রতিবেশী কামাল মিয়ার সাথে শামসুল হকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলাও চলমান। বৃহস্পতিবার সন্ধ্যায় শামসুল হককে বসতবাড়িতে একা পেয়ে কামাল মিয়া ও তার লোকজন হামলা করে বলে স্বজনরা জানান। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই শামসুল হক মারা যান।
এ ঘটনায় কামাল মিয়া ও তাঁর স্ত্রী জাকিয়া আক্তারকে নিজ বাড়ি থেকে রাতেই আটক করে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজন হত্যা মামলা করেছে। আটক কামাল মিয়া ও তার স্ত্রী জাকিয়া আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।