
কুমিল্লার দাউদকান্দিতে কেরির ট্যাবলেট (কেরির বিষ) খেয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
নিহত ব্যক্তির নাম বশির মিয়া (৪৯)। তিনি দাউদকান্দি পৌরসভার দক্ষিণ গাজীপুর গ্রাম ও ৯ নং ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত শফিক সরকারের পুত্র।
আজ, রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ঘটনাটি ঘটেছে। ঘটনাটি নিশ্চিত করেছেন কুমিল্লার দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বশির মিয়া কেরির ট্যাবলেট সেবন করেন। বিষয়টি জানাজানি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহত বশির মিয়ার স্ত্রী মাকসুদা আক্তার সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর স্বামী ব্রেন স্ট্রোক করার পর থেকে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতা ও শারীরিক কষ্ট সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন।
খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর ময়নাতদন্তের জন্য মৃতদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।