কুমিল্লার দাউদকান্দিতে একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়িকে ধাক্কা দিলে তিন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে সিএনজি চালকও রয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার আমিরাবাদ বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি আমিরাবাদ বাস স্ট্যান্ড এলাকা অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনের থাকা একটি অজ্ঞাত গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ তিনজন ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা আটকে পড়া তিনজনকে উদ্ধার করে। আহতদের তাৎক্ষণিকভাবে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে সিএনজি চালকের নিয়ন্ত্রণ হারানোকেই প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। তবে আহতদের পরিচয় বা অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা পর্যন্ত ঐ এলাকায় যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই বিষয়ে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC