কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা প্রশাসনের সহযোগীতায়,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে।
আজ বুধবার (১৮ অক্টোবর) দাউদকান্দি উপজেলা পরিষদের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
পরে বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,সহকারী কমিশনার ভূমি মোঃ জিয়াউর রহমান, দাউদকান্দির-চান্দিনা সার্কেল এএসপি এনায়েত কবির শোয়েব। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শহিদউল্লাহ প্রধান, প্যানেল মোঃ রকিব উদ্দিন প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC