কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের মনির শিকদার তার জন্ম দাতা বৃদ্ধা মাকে প্রতিদিনই অমানবিক নির্যাতন চালিয়ে আসছে। নির্যাতনের এমন একটি ভিডিও গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান এর নজরে আসে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান নির্যাতিত মায়ের সাথে দেখা করেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতি টের পেয়ে মা'কে নির্যাতনকারী সন্তান মনির শিকদার এলাকা ছেড়ে গাঁ-ঢাকা দেয়।
অভিযুক্ত মনির শিকদারকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৫ দিনের মধ্যে হাজির করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদকে নির্দেশ প্রদান করেন।
এলাকাবাসী জানান, মনির শিকদার প্রায়ই তার বৃদ্ধ মাকে এভাবে শারীরিক নির্যাতন করে আসছে। নির্যাতনের ব্যাপারে তার ভয়ে বাড়ির ও এলাকার লোকজন মুখ খোলার সাহস পায়নি। এলাকাবাসী বৃদ্ধ মাকে নির্যাতনকারী মনির শিকদারের শাস্তি দাবি করছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC