
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির পটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান খালে পড়ে গেলে দুইজন নিহত হয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার সকালে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন কাভার্ডভ্যানের চালক ইয়াকুব এবং ট্রাকচালকের সহকারী বেলাল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী লেনে একটি রাবারের কেমিক্যালবাহী ট্রাক এবং চালবোঝাই একটি কাভার্ডভ্যান একই দিকে যাচ্ছিল। পথে পটিয়া এলাকায় পৌঁছালে একটি গাড়ি অপরটিকে বেপরোয়াভাবে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় চালকরা নিয়ন্ত্রণ হারালে দুটি গাড়িই মহাসড়কের পাশে একটি খালে পড়ে যায়।
দুর্ঘটনার ফলে কাভার্ডভ্যানের চালক ইয়াকুব ঘটনাস্থলেই নিহত হন এবং ট্রাকচালকের সহকারী বেলাল হোসেন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান। ট্রাকের চালক এবং কাভার্ডভ্যানের চালকের সহকারীও গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুল ইসলাম চৌধুরী জানান, রাত ২টার দিকে দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।