নভেম্বর ২৮, ২০২৪

বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ মাটি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ধ্বংস

Dredger machine destroyed due to illegal soil extraction in Daudkandi, Comilla
কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ মাটি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ধ্বংস। ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে আজ ড্রেজিং এর মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে মোবাইল কোর্ট ৩টি ড্রেজার মেশিন অপসারণ করে ধ্বংস করেছে। এ সময়ে ড্রেজার মালিক দুই জনকে এক লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার জিংলাতলী এবং ইলিয়টগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন  দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।

এ  বিষয়ে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান বলেন,
অবৈধভাবে মাটি উত্তোলন করার অপরাধে ২ জন ড্রেজার মালিকের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দাউদকান্দি মডেল থানার একটি টিম মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।