অক্টোবর ১৮, ২০২৪

শুক্রবার ১৮ অক্টোবর, ২০২৪

কুমিল্লার তিতাস উপজেলায় ৮টি প্রকল্পের উদ্বোধন

Titas, Cumilla
তিতাস, কুমিল্লা। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

কুমিল্লার তিতাস উপজেলায় ৮টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার  (১৪ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, উপজেলার ভিটিকান্দি ইউনিয়নে গোমতী নদীর উপর প্রায় সাড়ে ৫ কোটি ব্যয়ে হরিপুর-দাসকান্দি সেতু, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়, কাপাশকান্দি মডেল একাডেমি, মজিদপুর উচ্চ বিদ্যালয়, বাতাকান্দি স.সা.আ.আ.হো.মেমো. উচ্চ বিদ্যালয়, কালাইগোন্দিপুর শেখ বদিউজ্জামান মহিলা দাখিল মাদ্রাসার নতুন ৪ তলা বিশিষ্ট ৫টি ভবন এবং শোলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাগরফেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনও উদ্বোধন করা হয়।

এসব প্রকল্প উদ্বোধনকালে উপজেলা মিলনায়তনে উপস্থিত ছিলেন, কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।

এছাড়াও একই দিনে কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৮টি প্রকল্পের উদ্বোধন করেন।