কুমিল্লার তিতাস উপজেলায় সিগারেট বাকিতে না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার কানাইনগর গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত দোকানি মো. মানিক মিয়া (৩৬) কানাইনগর গ্রামের মোখলেস ভূঁইয়ার ছেলে।
এ বিষয়ে নিহত মানিকের স্ত্রী তাসলিমা আক্তার বলেন, ‘প্রতিবেশী ভূঁইয়া বাড়ির নায়েব আলীর ছেলে বাহাউদ্দিন আমার স্বামীর কাছে বাকিতে সিগারেট চায়। সিগারেট নাই বলায় বাহাউদ্দিন ক্ষিপ্ত হয়ে বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে হাতাহাতি করে ঘরে চলে যায়। তারপর বাহাউদ্দিন ঘর থেকে তার বাবার সামনেই দা হাতে ভাই জালাল উদ্দিনকে নিয়ে আমার স্বামীকে কোপাতে আসে। তখন প্রতিবেশীদের বাধার মুখে ব্যর্থ হয়।
পরে তারা দুই ভাই আবারও ঘরে গিয়ে ছুরি নিয়ে আমাদের বাড়ির অন্যদিক দিয়ে ঘুরে এসে দোকানে ঢোকে। জালালউদ্দিন আমার স্বামী মানিককে জাপটে ধরলে তার ভাই বাহাউদ্দিন গলায় ছুরিকাঘাত করে। এর আগেও তারা অনেক টাকা বাকি নিয়েছিল। ওই টাকা চাইতে গেলে কয়েকবার আমার স্বামীকে মারধর করে তারা।’
তাসলিমা আক্তার আরও জানান, মুমূর্ষু অবস্থায় মানিককে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় রেফার করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি স্বামী মারা যান।
এ বিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, আমরা শুনেছি, সিগারেট বাকি না দেওয়ায় মানিক নামে এক দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হবে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC