সেপ্টেম্বর ৮, ২০২৪

রবিবার ৮ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লার তিতাসে ময়লার ভাগাড়ে মিলল নবজাতক কন্যাশিশু

A newborn baby girl was found in a garbage dump in Cumilla
ছবি: সংগৃহীত

কুমিল্লার তিতাস উপজেলায় ময়লার ভাগাড় থেকে এক ফুটফুটে নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছে তিন তরুণ বন্ধু। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তর আকালিয়া নামক স্থান থেকে নবজাতককে উদ্ধার করা হয়।

ময়লার ভাগাড় থেকে জীবিত অবস্থায় ওই নবজাতককে উদ্ধারকারী তিন বন্ধু হলেন- মো. সাব্বির মিয়া (২৪), মো. সজিব (২২) ও মো. ফয়সাল (২৪)। বর্তমানে নবজাতক শিশুটি সাব্বিরের বাড়িতে আছে।

মো. সজিব বলেন, “আমরা তিন বন্ধু মিলে সন্ধ্যার পর ওয়াজিদ্দানগর ব্রিজে যাচ্ছিলাম। রাস্তার পাশে ময়লার ভাগাড় অতিক্রম করার সময় হঠাৎ এক শিশুর কান্না শুনতে পাই। প্রথমে মনে করেছি বিড়াল, পরে টর্চলাইট মেরে দেখি নবজাতক শিশু। তখন আমরা শিশুটিকে বাড়িতে নিয়ে আসলে সাব্বিরের মা ওনার হেফাজতে রেখেছেন। আমরা স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। পুলিশও এসেছিল।”

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান সামসুল হক সরকার বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক। সমাজে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। আমাদের সবার সচেতন হতে হবে। নবজাতক শিশুটি এখন সাব্বির নামের যুবকের বাড়িতে আছে। রবিবার আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করে নবজাতক শিশুর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

এ বিষয়ে তিতাস থানার এসআই মাজারুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি উত্তর আকালিয়ার তিন যুবক ময়লার ভাগাড়ে এক নবজাতক শিশু পেয়েছে। নবজাতক শিশুটি বর্তমানে সাব্বির নামের যুবকের মায়ের হেফাজতে। আমরা উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।”

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান বলেন, “রবিবার সকালে সরেজমিনে গিয়ে তদন্ত করে নবজাতক শিশুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”