মঙ্গলবার ২৬ আগস্ট, ২০২৫

কুমিল্লার তিতাসে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রাইজিং ডেস্ক

Rising Cumilla -Dead body
প্রতীকি ছবি/সংগৃহীত

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় একটি ঝোপঝাড় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের পরনে ছিল জিন্স প্যান্ট এবং কালো রঙের গেঞ্জি। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ মিয়াজী বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে যুবককে হত্যা করে এখানে লাশ ফেলে রেখে গেছ। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন