কুমিল্লার চৌদ্দগ্রামে সাতটি চোরাই গরুসহ আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পশ্চিম পাশে মোঃ আলম এর কথিত গরুর খামারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে- চক্রটি পার্শ্ববর্তী জেলা নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রামের বিভিন্ন স্থানের চোরচক্রের নিকট হতে অল্প দামে গরু ক্রয় করে এনে অবৈধভাবে সুবিধাজনক বিক্রেতাদের নিকট বেশিদামে বিক্রয় করার জন্য লোকচক্ষুর অন্তরালে বর্ণিত খামারে দুই দিন ধরে অবস্থান করছে।
আটককৃতরা হলেন, মোঃ নাছির উদ্দিন বালি (৬৩), মোঃ সানি চৌধুরী প্রঃ আকাশ (৩০), মোঃ জাহাঙ্গীর আলম (৪৮)।
জানা যায়, গত ৩১শে আগস্ট বৃহস্পতিবার রাত আনুমানিক ১টায় চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই (নিঃ)/ মোহাম্মদ আলমগীর হোসেন, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ০৬নং ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর সাকিনস্থ ড্রাইভার হোটেলের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পশ্চিম পাশে মোঃ আলম এর কথিত গরুর খামারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, দীর্ঘ দিন যাবৎ লক্ষীপুরের দিদার (৪০), পিতা-অজ্ঞাত, সাং-মজু চৌধুরীরঘাট, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুরসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান হতে চোরচক্রের নিকট থেকে অল্প দামে চোরাই গরু ক্রয় করে লোকচক্ষুর অন্তরালে কথিত খামারে ১/২দিন রেখে সুবিধাজনক বিক্রেতাদের নিকট বেশিদামে বিক্রয় করে। বিক্রয়ের কৌশল হিসাবে পার্শ্ববর্তী মিরশ্বানী গরুর বাজার সহ বিভিন্ন কসাইয়ের মাধ্যমে জবাই করে খুচরাভাবে বিভিন্ন হাইওয়ে কেন্দ্রিক হোটেল সমূহে গরুর মাংস বিক্রি করে।