সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাতেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আয়োজিত এই মেলা চলবে আগামী ২৭ মে, ২০২৫ তারিখ পর্যন্ত।
আজ রবিবার (২৫ মে) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসক/চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ, প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, সম্মানিত ভূমি সেবাগ্রহীতাগণ এবং স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
ভূমি মেলায় যেসব সেবা মিলছে:
ভূমি মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও তথ্য প্রদান করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলো:
অনলাইন ভূমি সেবার জন্য রেজিস্ট্রেশন: ভূমি সংক্রান্ত বিভিন্ন অনলাইন সেবা গ্রহণের জন্য তাৎক্ষণিক রেজিস্ট্রেশনের সুযোগ।
ভূমি উন্নয়ন কর আদায়: ভূমি উন্নয়ন কর পরিশোধের সুবিধা।
ই-নামজারি: নামজারি সংক্রান্ত আবেদন ও প্রক্রিয়াকরণে সহায়তা।
অর্পিত সম্পত্তির লিজ নবায়ন ফি আদায়: অর্পিত সম্পত্তির লিজ নবায়ন ফি পরিশোধের ব্যবস্থা।
ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা: ভূমি আইন ও সেবা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কুইজ প্রতিযোগিতার আয়োজন।
অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শন: ভূমি উন্নয়ন কর ও অন্যান্য অনলাইন ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্যবহুল অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শন।
ভূমি বিষয়ক জিজ্ঞাসার উত্তর: ভূমি সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসার সরাসরি উত্তর ও পরামর্শ প্রদান।
লিফলেট বিতরণ: অনলাইন ভূমিসেবা গ্রহণ ও ভূমি উন্নয়ন কর প্রদান সম্পর্কিত লিফলেট বিতরণ করে জনগণকে সচেতন করা।
শিক্ষার্থীদের অবহিতকরণ: স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের ভূমি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও আগ্রহী করে তোলা।
ডাকযোগে ভূমি সেবা প্রাপ্তি: মৌজাম্যাপ ও খতিয়ান ডাকযোগে প্রাপ্তি সম্পর্কে সচেতন করা।
উপজেলা নির্বাহী অফিসার সম্মানিত ভূমি মালিকদের এই মেলায় এসে ভূমি সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণ, জিজ্ঞাসার সমাধান এবং ভূমি বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে অংশ নেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC