কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৯ বোতল বিদেশী মদ ও ১টি সিএনজি গাড়িসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সাব্বির হোসেন প্রঃ শ্রাবন (১৯) ও ইব্রাহিম খলিল সাগর (১৯)।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টার দিকে চৌদ্দগ্রাম থানার এসআই (নিঃ) রুহুল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ৮নং মুন্সিরহাট ইউপিস্থ বৈলপুর সাকিনে জনৈক আলম এর দোকানের অনুমান ২০০ গজ পশ্চিম পাশে পাকা রাস্তার উপরে ২৯ বোতল বিদেশী মদ ও ১টি সিএনজি গাড়িসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের সঙ্গীয় পলাতক আসামী জাকির হোসেন (২৮) এর বিরুদ্ধে পূর্বের ৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC