কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ১৬ কেজি পিরানহা জব্দ করে তা এতিমখানায় বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমানের নেতৃত্বে এক অভিযানে ১৬ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে।
স্বেচ্ছাসেবক ও স্থানীয় সচেতন নাগরিকদের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
পরে জব্দকৃত মাছগুলো জামিয়া আজিজিয়া সফিউল উলুম মাদ্রাসার এতিমখানায় বিতরণ করা হয়।
উল্লেখ্য, পিরানহা একটি স্বাদু পানির মাংসাশী ও রাক্ষুসে স্বভাবের মাছ। এটি দেশীয় প্রজাতির মাছের ডিম, রেণু, ছোট মাছ এবং জলজ পোকামাকড় খেয়ে জলাশয়ের প্রাকৃতিক খাদ্যশৃঙ্খলকে মারাত্মকভাবে নষ্ট করে। জলজ পরিবেশ এবং দেশীয় মাছের জন্য হুমকি স্বরূপ হওয়ায় সরকার পিরানহা গ্রুপের মাছের আমদানি, পরিবহন, প্রজনন, চাষ, বিক্রয়, গ্রহণ, বাজারজাতকরণ এবং প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ এর বিধি ১৬ অনুযায়ী এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC