ডিসেম্বর ২৯, ২০২৪

রবিবার ২৯ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার চৌদ্দগ্রামে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

Demonstration Demanding Arrest of Ekkased in Murder Case in Chouddagram of Comilla
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে খুনি কানুসহ সকল হত্যা মামলার আসামি ও সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াত।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে চৌদ্দগ্রাম বাজারে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর ভিপি শাহাবুদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর জামায়াতের আমীর মো. ইব্রাহিম, বীর মুক্তিযুদ্ধ আখতারুজ্জামানসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, খুনি আব্দুল হাই কানু সহ ফ্যাসিস আওয়ামী লীগের আমলে চৌদ্দগ্রামে সকল হত্যার খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

নেতাকর্মীদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার, বিগত সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছাত্র-জনতার উপর হামলায় ব্যবহৃত সকল অস্ত্র উদ্ধার করতে হবে। দ্রুত বিষয়গুলো কার্যকর না হলে উপজেলা জামায়াত আরও কঠোর কর্মসূচি পালন করবে।