জানুয়ারি ২৯, ২০২৫

বুধবার ২৯ জানুয়ারি, ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়কের পাশে মিলল হাত-পা বাঁধা মরদেহ

Murder Graphic Seen
খুন। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মো. মমিন (৪৮) নামের এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।

আজ বুধবার (২০ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মমিন- জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর গ্রামের ইয়াদ আলী আকন্দের ছেলে।

এর আগে পুলিশ মরদেহটি অজ্ঞাতপরিচয় হিসেবে উদ্ধার করে থানায় নিয়ে আসে। চৌদ্দগ্রাম থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে গাংরা এলাকায় স্থানীয়রা অজ্ঞাতনামা একটি মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল তৈরি করে থানায় নিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অজ্ঞাতনামা মরদেহের পরিচয় নিশ্চিত হয়।

এ বিষয়ে ওসি ত্রিনাথ সাহা বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে অন্য কোথাও হত্যা করে মরদেহ মহাসড়কের পাশে ফেলে গেছে। এ বিষয়ে মৃত ব্যক্তির স্বজনদের খবর দেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।