কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো: দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবুল (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
নিহত দেলোয়ার হোসেন তিনি চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর দক্ষিণ পাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে।
শুক্রবার (৬ অক্টোবর) শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডলি রিসোর্টস এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো চৌদ্দগ্রাম বাজার থেকে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবুল। পথিমধ্যে চট্টগ্রামমুখী লেনে চন্ডিপুর এলাকায় বিকল হওয়া একটি কাভার্ডভ্যান ফেনীর উদ্দেশে টেনে নিয়ে যাচ্ছিল অপর আরেকটি কাভার্ডভ্যান। হঠাৎ রশি ছিঁড়ে বিকল হওয়া কাভার্ডভ্যানটি দাঁড়িয়ে গেলে পেছনে থাকা মোটরসাইকেলটি এসে কাভার্ডভ্যানে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলচালক বাবুল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করে।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসাইন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানচালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC