ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাসচাপায় জসীম উদ্দীন চৌধুরী নিলয় নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।
গতকাল বুধবার (১২ফেব্রুয়ারি) রাত ৮টায় সময় উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিয়ারবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাংবাদিক জসীম উদ্দীন চৌধুরী নিলয় উপজেলার গুণবতী ইউনিয়নের পরিকোট গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূএে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৮টায় এশিয়ান টেলিভিশন নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি জসীম উদ্দীন চৌদ্দগ্রাম বাজারে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উপজেলা জগন্নাথদিঘী ইউনিয়ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকির বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হওয়ায় সময় চট্টগ্রামগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় সাংবাদিক জসীম উদ্দিন মহসড়কের পাশে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাসটি শনাক্তের চেষ্টা চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC