কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় দুই নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মিয়াবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রামচন্দ্রপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী রেনু বেগম ও কাদৈর গ্রামের আবু তাহেরের (আবুল মিস্ত্রি) স্ত্রী সকিনা বেগম (৬০)। মঙ্গলবার রাতেই এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) এসএম লোকমান হোসেন।
ওসি লোকমান হোসেন জানান, দুইজন মহিলা উপজেলার মিয়াবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে সকিনা বেগম নিহত হয়। আরেকজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় মারা যায়। আমরা গাড়িটি আটক করেছি। আইনগত ভাবে সকল ব্যবস্থাগ্রহণ করবো।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC