কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মোঃ মাসুম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত মাসুম চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের দেবীপুর মধ্যমপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অপূর্ব গ্রীল ওয়ার্কশপের স্বত্তাধিকারী ও একই গ্রামের মৃত নুরুল আমিনের পুত্র। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই নিজাম উদ্দিন।
নিজাম উদ্দিন বলেন, বুধবার মাগরিবের কিছুক্ষণ আগে দেবীপুরে নিজ বাড়ির পাশে আর একটি বাড়িতে কাজ করার সময় মোঃ মাসুম বিদ্যুৎস্পৃষ্ঠে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাসুম এক ছেলে সন্তানের জনক। তাঁর মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে বৃহস্পতিবার সকাল ১০টায় দেবীপুর মধ্যম পাড়ায় নিজ বাড়ির সামনে নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC