নভেম্বর ২৮, ২০২৪

বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪

কুমিল্লার চৌদ্দগ্রামে ফেসবুক লাইভে এসে মাদক সেবন, যুবকের কারাদণ্ড

Coming to Facebook live, drug use, youth jailed
ফেসবুক লাইভে এসে মাদক সেবন, যুবকের কারাদণ্ড। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ইসমাইল হোসেন নয়ন (৩৮) নামের এক যুবক ফেসবুক লাইভে এসে মাদকসেবনের লাইভ ভিডিও প্রচার করছিলেন। ভিডিওটি নজরে আসায় এ অভিযোগে তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে তাকে এ সাজা প্রদান করা হয়।

মাদকসেবী ইসমাইল হোসেন নয়ন (৩৮) চৌদ্দগ্রাম উপজেলা সদরের কিং শ্রীপুর গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম কাঁচাবাজারে বসে ফেসবুক লাইভে আসে ইসমাইল হোসেন নয়ন। এক পর্যায়ে মাদক সেবন করে সে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তাদের গালমন্দ ও নেতিবাচক কথা বলেন তিনি। বিষয়টি নিয়ে কথা হয় চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক জুয়েলের সঙ্গে। তিনি জানান, চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর এলাকার বাসিন্দা নয়ন বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম কাঁচাবাজারে প্রকাশ্যে মাদক সেবন করে। এর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে নজরে আসে তাদের। পরে ঘটনাস্থল থেকে মাদকের বোতলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ঘটনাটি আমাদের দৃষ্টিগোচর হলে নয়নকে আটক করা হয়। দুপুরে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহ ম্যাজিস্ট্রেট তমালিকা পাল জানান, প্রকাশ্যে মাদকসেবন করে শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইসমাইল হোসেন নয়নকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।’