কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ফুচকা খেয়ে ৬ স্কুলশিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। পরবর্তীতে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি জিসি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
অসুস্থ হওয়া স্কুলশিক্ষার্থীরা হলেন- কামরুন্নাহার, লুৎফুন্নাহার, সাথী, ঝুমুর, মরিয়ম, আনিশা ও মারিয়া। তারা সবাই বিদ্যালয়ের আশপাশের গ্রামের বাসিন্দা।
সলাকান্দি জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিদ্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দুপুরে টিফিনের ছুটি চলাকালীন সময়ে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি গোলক চন্দ্র (জিসি) উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েকজন ছাত্রী স্কুলের পাশের আব্দুস সোবহানের দোকান থেকে ফুচকা কিনে খায়। কিছুক্ষণ পরই ফুচকা খাওয়া ছাত্রীদের ছয়জন বমি করাসহ ভীষণ অসুস্থ হয়ে পড়েন।
পরে স্থানীয়দের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষকরা অসুস্থ ছাত্রীদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে কিছুটা সুস্থ হলে অভিভাবকরা এসে তাদের বাড়ি নিয়ে যান।
এ বিষয়ে ফুচকা দোকানদার আব্দুস সোবহানকে মোবাইল ফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কলটি কেটে দেওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন বলেন, ‘দুপুরে টিফিন আওয়ারে বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েকজন ছাত্রী পাশের একটি দোকান থেকে ফুচকা খায়। পরে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ অন্যদের অবহিত করা হয়েছে।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনির হোসেন বলেন, ‘ফুড পয়জনিংয়ের কারণে ৬ ছাত্রী অসুস্থ হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। বিদ্যালয় আঙিনায় যাতে কেউ অস্বাস্থ্যকর খাবার বিক্রি করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন বলেন, ‘বিষয়টি সম্পর্কে কেউ আমাকে অবহিত করেনি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC