কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা উপশাখা জামায়াতের উদ্যোগে শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে বিশাল ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রায় ৪০০ জন মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন।
বিশিষ্ট আলেমে দ্বীন মৌলভী আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে মুন্সীরহাট ইউনিয়ন জামায়াত নেতা মাওলানা জাফর আহাম্মদ, মাষ্টার মাছুম বিল্লাহ, সাবেক ছাত্রনেতা বেলাল হোসাইন, কুমিল্লা জজকোর্টের আইনজীবী সাইফ উদ্দিন মজুমদার, চৌদ্দগ্রাম পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন, জামায়াত নেতা এয়াকুব মজুমদার বাবুল, বাবর মোল্লা ও হাফেজ মর্তুজা মজুমদার উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে ফেলনা গ্রামের প্রয়াত মৌলভী আলী আশ্রাফ মজুমদার, মৌলভী আলী আজ্জম ও মাধু মিয়া মজুমদার স্বরণে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC