কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলায় আবুল হাশেম নামে এক নিরাপত্তা প্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।
আজ শনিবার (১৯ অক্টোবর) সকালে রবি অজিয়াটা টাওয়ার নামের একটি ভবনের বাইরে থেকে এর নিরাপত্তা প্রহরী আবুল হাশেমের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান।
নিহত ব্যক্তির নাম আবুল (৬৫) হাশেম। তিনি ফাল্গুনকরা গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও এলাকা সূত্রে জানা যায়, ‘নিহত আবুল হাশেম রবি টাওয়ারে গত ২০ বছর থেকে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। দীর্ঘ সময় এখানে থাকার সুবাদে পৌরসভার ফাল্গুনকরা এলাকায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।’
ওসি মো. আকতারুজ্জামান বলেন, নিহতের মুখ, হাত, পা গামছা দিয়ে বাঁধা, নাক থেতলানো, পুরো মাথা গামছা দিয়ে বাঁধা অবস্থায় রবি টাওয়ার কোম্পানির ব্যাটারির স্তুপ মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে চুরি করার উদ্দেশে চোরচক্রের হামলায় এই ঘটনা ঘটেছে।
এ বিষয়ে অ্যান্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আনোয়ার হোসেন বলেন, ‘নিহত আবুল হাশেম ছাড়াও হাফেজ সফিউল্লা সিকিউরিটি গার্ড হিসেবে ফাল্গুনকরা রবি টাওয়ারে দায়িত্ব পালন করেন। অপর সুপারভাইজার সফিউল্লাহ ঘটনার দিন ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC