কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হোটেল তাজমহল এবং হোটেল টাইমস স্কয়ারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রয়ের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৌদ্দগ্রাম, কুমিল্লা জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে হোটেলগুলোর লাইসেন্স, খাবারের মান, পরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন এবং পরিবেশন করা হচ্ছে কিনা, প্রতিটি পণ্য/সেবার মূল্য তালিকা আছে কিনা ইত্যাদি যাচাই করা হয়।
প্রশাসনের সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে নিম্নলিখিত বিচ্যুতিগুলো পরিলক্ষিত হয়:
সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক হোটেল তাজমহলকে ১,০০,০০০/- টাকা এবং হোটেল টাইমস স্কয়ারকে ৮০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় কাউকে কারাগারে পাঠানো হয়নি।
এ সময় চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল মোবাইল কোর্টকে সহযোগিতা করে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC