ঈদ ঘিরে কেনাকাটায় জমজমাট কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মার্কেট গুলো। সকাল থেকেই আসতে থাকেন ক্রেতারা। বিকাল নাগাদ লোকে লোকারণ্য হয় চারপাশ। রাতে ভিড় আরও বাড়ে।
চৌদ্দগ্রাম বাজারের বিপণী বিতান, শর্পিং কমপ্লেক্স থেকে শুরু করে ফুটপাতের হকারের দোকান পর্যন্ত সর্বত্র বিরাজ করছে সাজ সাজ রব। ক্রেতা বিক্রেতাদের উপচেপড়া ভিড় ও পদচারণায় মুখরিত বাজারের প্রায় প্রত্যেকটি দোকান ।
সরজমিনে বুধবার (৩ এপ্রিল) সকালে গিয়ে দেখে যায়, বাজারের সওদাগর মার্কেট, গণি প্লাজা, চৌদ্দগ্রাম প্লাজা, মুন্সি প্লাজা, ওহাব মার্কেট, গাজী টাওয়ার, আল হাফিজ শপিং কমপ্লেক্স, শামিম খাঁন প্লাজা, ভাই-ভাই মার্কেট, আব্দুল জলিল মার্কেটে প্রায় অধিকাংশ মার্কেটেই তিল ধারনের ঠাঁই নেই। ক্রেতাধের মধ্যে পুরুষের তুলনায় নারীদের আধিক্য অনেক বেশি।
তবে বরাবরের মতো এবারো নারীদের পছন্দের শীর্ষে রয়েছে দেশীয় তাঁত, নেট, সুতি, হাফ সিল্ক, ফুল সিল্ক, কাঁতান, জামদানি, বেনারসি, টাঙ্গাইল তাঁত, বালু ছড়ি, মীরপুরী সিল্ক, ঢাকাই মুসলিন ও ঢাকাই জর্জেট শাড়ী।
এদিকে শামিম খাঁন প্লাজার সুলতান পাঞ্জাবী দোকানে তরুণদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। তাদের পছন্দের শীর্ষে রয়েছে সুলতান, সুফী, এলিগান, সম্রাটসহ ভালো কালেকশানের পাঞ্জাবী।
কেনাকাটা নিয়ে মল্লিকা শেরওয়ানী এন্ড পাঞ্জাবী বিতানের মালিক গোলাম রাব্বী বলেন, "১৮ রমজানের পর থেকে ক্রেতারা পাঞ্জাবী দোকানগুলোতে ভিড় জমাচ্ছে। বেচাবিক্রি ভালো বলেও জানান তিনি।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC