জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন আজ রবিবার (২৭ এপ্রিল) পৌর এলাকার শ্রীপুরে অভিযান চালিয়েছে। জনসাধারণের অভিযোগের ভিত্তিতে পরিচালিত এই মোবাইল কোর্টে কৃষি জমির মাটি কাটার দায়ে একটি ভেকু জব্দ করা হয়েছে এবং মাটি কাটার সাথে জড়িত একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল।
অভিযোগ সূত্রে জানা যায়, একটি ভেকু মেশিন দিয়ে পৌর এলাকার শ্রীপুরে কৃষিজমির মাটি কাটা হচ্ছিল, যার ফলে পার্শ্ববর্তী জমিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছিল। এই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ভেকু দিয়ে কৃষি জমির মাটি কাটা হচ্ছে এবং এর ফলে অন্যান্য জমিরও ব্যাপক ক্ষতি হচ্ছে। ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকুসহ একজনকে আটক করা হয়।
চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আটককৃত ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুটি জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC