
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভায় অবস্থিত “লোকনাথ মিষ্টি ভান্ডার” নামক এক প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এর নেতৃত্বে, পৌর স্যানিটারি ইন্সপেক্টর এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, দোকানটি মেয়াদোত্তীর্ণ সুজি ব্যবহার করে মিষ্টান্ন তৈরি করছে। এছাড়া, বিভিন্ন খাদ্যদ্রব্য অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করা হচ্ছে। খাবার তৈরির পর ঢেকে না রাখার কারণে খাবারে মাছি বসছে এবং সেই অবস্থায় জনসাধারণকে খাদ্যদ্রব্য বিক্রি করা হচ্ছে। দই প্রস্তুত করা হলেও এতে কোনো উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা নেই। ফ্রিজে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় দই সংরক্ষণ করা হচ্ছে।
এই অপরাধের জন্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক দোকানটিকে ১৫,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও, মেয়াদোত্তীর্ণ সুজির প্যাকেটসমূহ জব্দ করে ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে ও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান আরও বেশি করে চালানো হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।