নভেম্বর ২১, ২০২৪

বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪

কুমিল্লার চান্দিনা থানায় নতুন ডাবল কেবিন পিক আপ হস্তান্তর

Handover of new double cabin pick up at Chandina Police Station, Cumilla
ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল এবং থানা এলাকার জনগণের জানমালের নিরাপত্তাসহ অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধির জন্য চান্দিনা থানায় ০১টি নতুন ডাবল কেবিন পিক আপ হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারী ২০২৪) কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) মহোদয় গাড়িটি চান্দিনা থানার ওসির নিকট হস্তান্তর করেন।

এ প্রসঙ্গে তিনি কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কমান্ডেন্ট অফ ইন সার্ভিস মোঃ মিজান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্ব (ডিবি) মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মোঃ মতিউল ইসলামসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।