বুধবার ১৫ অক্টোবর, ২০২৫

কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক মনিরুজ্জামান

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক মনিরুজ্জামান/ছবি: প্রতিনিধি

শিক্ষকতার ব্রত নিয়ে পথ চলা শুরু ১৯৯৩ সালের ১০ নভেম্বর। কুমিল্লার চান্দিনা উপজেলার শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন মো. মনিরুজ্জামান। দীর্ঘ ৩২ বছর ধরে নিরলসভাবে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি।

বর্তমানে মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছেন। উপজেলার ১ শত ৩৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে ২০২৫ সালে তিনি ‘শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক’ নির্বাচিত হয়েছেন।

এর আগে ২০২৪ সালেও তিনি উপজেলার ‘শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ২০১৮ ও ২০২৩ সালে তিনি উপজেলার ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মো. মনিরুজ্জামান এর সুদক্ষ পরিচালনায় মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০১০ সাল থেকে পরপর চার বার উপজেলার ‘শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়’ হিসেবে স্বীকৃতি লাভ করে।

চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের ধেরেরা গ্রামে ১৯৬৬ সালে ৩১ অক্টোবর জন্মগ্রহণ করেন মো. মনিরুজ্জামান। বরুড়া উপজেলার খোশবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবদুল গফুর ও গৃহিনী মোসাম্মৎ মঞ্জুয়ারা বেগম দম্পতীর জ্যেষ্ঠ সন্তান তিনি। চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে ১৯৮৮ সালে ব্যবস্থাপনা বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। ব্যক্তি জীবনে চান্দিনা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের খলিলুর রহমান ভূইয়া’র কন্যা সামছুন নাহার বেগম এর সাথে ১৯৯৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁর স্ত্রী বর্তমানে ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে চলতি দায়িত্ব পালন করছেন। এই দম্পতির ২জন পুত্র সন্তান রয়েছে।

আরও পড়ুন