রবিবার ১৪ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লার চান্দিনার সাবেক উপজেলার চেয়ারম্যান মনিরুল হক এর ৫ম মৃত্যুবার্ষিকী

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনার সাবেক উপজেলার চেয়ারম্যান মনিরুল হক/ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলার ৯ নং মাইজখার ইউনিয়নের মেহার গ্রামের জনপ্রিয় ও জনমানুষের প্রিয় মুখ ছিলেন প্রয়াত উপজেলা চেয়ারম্যান মনিরুল হক। আজ তাঁর ৫ম মৃত্যুবার্ষিকী। একজন সমাজসেবক, জনপ্রতিনিধি এবং নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে তিনি সব শ্রেণি-পেশার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তাঁর অকাল প্রয়াণে চান্দিনা হারিয়েছে একজন সৎ, পরিশ্রমী ও উন্নয়নবান্ধব নেতৃত্ব, যার শূন্যতা আজও পূরণ হয়নি।

মনিরুল হক ছিলেন সাধারণ মানুষের নেতা। মনিরুল হক চেয়ারম্যান চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে ৯ নং মাইজখার ইউনিয়নের ৩ বারের সফল চেয়ারম্যান ছিলেন। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময় তিনি তার নিজ দক্ষতার দ্বারা নিজ ইউনিয়ন ছাড়াও সারা চান্দিনায় একটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। চান্দিনার জনগণের উৎসাহ উদ্দীপনায় তিনি ১৯৮৫ সালে চান্দিনা উপজেলা৷ পরিষদের ১ম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি সবসময়ই গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণে কাজ করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। তাঁর নেতৃত্বে চান্দিনা উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা আজও তাঁর অবদানের সাক্ষ্য বহন করে।

জনপ্রতিনিধি হিসেবে মনিরুল হক ছিলেন সদা হাস্যোজ্জ্বল, সহজ-সরল এবং সকলের কাছে গ্রহণযোগ্য। সাধারণ মানুষ তাঁর কাছে নিজের সমস্যা নিয়ে নির্দ্বিধায় হাজির হতো। তিনি চেষ্টা করতেন মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করতে। তাঁর এই মানবিক দৃষ্টিভঙ্গি তাঁকে করে তুলেছিল মানুষের কাছে আরও কাছের একজন নেতা।

মনিরুল হক চেয়ারম্যান রাজনৈতিক ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অনুসারী ছিলেন। তিনি রাজনৈতিক জীবনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী সদস্য ছিলেন। তাছাড়া তিনি চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দীর্ঘদিন যাবত শত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। রাজনীতির মাঠে যেমন সক্রিয় ছিলেন, তেমনি সামাজিক কর্মকাণ্ডেও তাঁর ছিল সমান ভূমিকা। শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, মসজিদ-মাদ্রাসা নির্মাণ ও সংস্কার, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন, এসব ক্ষেত্রেই তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তিনি এক অনুপ্রেরণার নাম ছিলেন।

আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে চান্দিনার মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছে। পরিবারের সদস্য, সহকর্মী, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, ছাত্র-যুবকসহ বিভিন্ন মহল দোয়া মাহফিলের আয়োজন করেছে। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হচ্ছে।

মনিরুল হক চেয়েছিলেন চান্দিনা হোক উন্নয়ন, শিক্ষার আলো এবং শান্তির এক মডেল উপজেলা। তাঁর রেখে যাওয়া স্বপ্ন ও অসমাপ্ত কাজগুলোকে বাস্তবায়ন করার দায়িত্ব আজ প্রজন্মের হাতে। সমাজ ও রাষ্ট্রের প্রতি তাঁর নিবেদিতপ্রাণ সেবা আজও আমাদের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর তিনি বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেন।

৫ম মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি জনাব মনিরুল হককে। তিনি ছিলেন এক আলোকবর্তিকা, যিনি মানুষকে শিখিয়েছেন সততা, নিষ্ঠা আর ভালোবাসার পাঠ। তাঁর দেখানো পথে হাঁটলেই সমাজ উপকৃত হবে, দেশ এগিয়ে যাবে।

আরও পড়ুন