ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলার কাদুটি গ্রামের যুবক শাহজালাল বিয়ের ১০ দিন পর চলে গেলেন না ফেরার দেশে।
ঘটনার বিবরণে জানা যায়, কাদুটি গ্রামের অলিউল্লাহর ছেলে জনাব মোঃ শাহজালাল (৩০) ১০ সেপ্টেম্বর পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডি বিএফ) চাঁদপুর সদর উপজেলায় হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে যোগদান করেন।এরপর ২৬ সেপ্টেম্বর বিয়ে করেন বরুড়া উপজেলার ধনিশ্বর গ্রামের মেয়ে তামিমা আফরিনকে। চাঁদপুরে কর্মরত অবস্থায় শাহজালাল গত ৭ অক্টোবর দুপুরে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান । তার এ মৃত্যুর শোকে তার পরিবার ও এলাকাবাসীর মাঝে নেমে আসে শোকের ছায়া। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তার কর্মরত প্রতিষ্ঠান পিডিবিএফ।
জানা গেছে, শাহ জালাল এর পরিবারে ৫ ভাই ২ বোনের মধ্যে শাহজালাল ছিল চতুর্থ। তবে সবকিছু শুরু হতে না হতেই থেমে গেল শাহ জালালের জীবনযাত্রা। তার অকাল মৃত্যু হৃদয়ে গভীর দাগ কেটে যায় পরিবারের পাশাপাশি ফাউন্ডেশনের সহকর্মীদের মধ্যেও।
শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে শনিবার (১১ অক্টোবর) পিডিবিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) ও যুগ্ম সচিব মো. মাহমুদ হাসান ছুটে যান শাহ জালালের গ্রামের বাড়ি চান্দিনার কাদুটিতে। সেখানে তিনি শাহ জালালের পিতা অলিউল্লাহ এবং স্ত্রী তামিমা আফরিনের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান ও বিভিন্ন বিষয়ে কথা বলেন।
এ সময় মো. মাহমুদ হাসান তামিমার চাকরির বিষয়েও সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ১ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয় শোকাহত পরিবারকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন পিডিবিএফ-এর যুগ্ম পরিচালক ও প্রকল্প পরিচালক মো. শরীফ উদ্দিন তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আল নূর, পিডিবিএফ-এর উপপরিচালক (প্রশাসন) মো. মামুনুর রশিদ, কুমিল্লা অঞ্চলের উপপরিচালক শফিকুল আলম, চান্দিনা উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সৈয়দ হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার প্রমুখ। পরবর্তীতে, পিডিবিএফ প্রতিনিধিদল শাহ জালালের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC