পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার দায়ে কুমিল্লার চান্দিনা উপজেলার এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার (৩০ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. জামাল হোসেন চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন রিকশাচালক।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে পারিবারিক কলহের জের ধরে জামাল হোসেন তার স্ত্রী মোছা. মলেকা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে লাশ ঘরে রশি দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যান।
খবর পেয়ে নিহত মালেকার স্বজনরা এসে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহত নারীর ভাই খোরশেদ আলম বাদী হয়ে জামাল হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
পরে পুলিশ তদন্তে জামাল হোসেনকে গ্রেপ্তার করে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন তিনি।
সাক্ষ্য ও তদন্তের প্রমাণ বিশ্লেষণ করে আদালত জামাল হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC