কুমিল্লার চান্দিনা উপজেলায় ‘পালকি’ সিনেমা হলে ‘মুজিব’ একটি জাতির রূপকার সিনেমা দেখেছেন ৬ শতাধিক শিক্ষার্থী।
মঙ্গলবার (১৭ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সিনেমাটি উপভোগ করেন।
চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক খুরশিদ আলমসহ অন্তত দুই হাজার শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে সিনেমাটি দেখতে হলে যান।
শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, ‘মুজিব একটি জাতির রূপকার, এটি একটি বিপ্লবী ছবি।
এদিকে মুক্তির প্রথম দিন শুক্রবার চান্দিনা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতার্মীদের নিয়ে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি হলে গিয়ে উপভোগ করেছেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC