কুমিল্লার চান্দিনা উপজেলায় মাত্র দেড় কিলোমিটার সড়কের ভগ্ন দশায় এবং কর্তৃপক্ষের অবহেলার কারণে ভোগান্তিতে পড়েছেন পাঁচটি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। উপজেলার এতবারপুর থেকে মাইজখার পর্যন্ত ওই আঞ্চলিক সড়কটি দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে।
শীতকালে ধুলা-বালি আর বর্ষায় কাদা পথচারীদের প্রতিনিয়তই ফেলছে বিপদে। পরিবেশ দূষণের কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন স্কুলগামী কোমলমতি শিশু-কিশোর ও শিক্ষার্থীরা। সড়কের এই অংশটি মেরামত করে পিচঢালাই করা হলে গ্রামবাসীর দুর্ভোগ লাঘব হবে।
পূর্ব মাইজখার মহিলা দাখিল মাদরাসা থেকে আলীকামোড়া পর্যন্ত ১ কিলোমিটার ও চিলোড়া বাশার হুজুরের বাড়ির পূর্ব পাশ থেকে চিলোড়া বাজার পর্যন্ত আধা কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। কয়েকবছর আগে ইটের সলিং করা হলেও দীর্ঘদিন সংস্কার না করায় ইট নষ্ট হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সড়কটিতে। কয়েক জায়গায় পুকুর ও মৎস্য প্রকল্পের কারণে পাড় হিসেবে ব্যবহার হচ্ছে সড়কটি, ফলে অনেক স্থান ভেঙ্গে গেছে।
গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে চলাফেরা করেন মাইজখার, পূর্ব অম্বরপুর, চিলোড়া, আলীকামোড়া, এওয়াজবন্দসহ আশেপাশের গ্রামগুলোর প্রায় ১৫ হাজার মানুষ। চলতি বছর বর্ষা মৌসুমে এই মানুষগুলো আরও দুর্ভোগে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সরজমিনে দেখা যায়, আলীকামোড়া কমিউনিটি ক্লিনিকের পাশের গাছ পরে যাওয়ায় সড়কে বড় গর্তের সৃষ্টি হয়েছে। চিলোড়া বাশার হুজুরের বাড়ির পূর্ব পাশে পুকুরের কারণে সড়ক ভেঙ্গে যানবাহন চলাচলে মারাত্মক ঝুকির কারণ হয়ে দাঁড়িয়েছে। সংস্কার না করায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই যানবাহন চলাচল ও যাত্রীরা যাতায়াত করছেন।
এবিষয়ে আলীকামোড়া বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, মাঝেমধ্যে ব্যবসায়ীক মালামাল আনা নেওয়ার সময় চরম বিপাকে পরতে হয়। সড়কে বেশিরভাগ পাকা হলেও এই সামান্য জায়গা কুর জন্য চলাচল করতে অসুবিধা হয়। কর্তৃপক্ষের নিকট এই সড়কটি মেরামতের অনুরোধ জানান তিনি।
ব্যবসায়ী জালাল উদ্দিন বলেন, গত কয়েক মাস আগে দোকানের মালামাল আনার সময় চিলোড়ায় গাড়িসহ মালামাল পানিতে পড়ে যায়। ফলে আমার বিশাল ক্ষতি হয়। সড়কটি মেরামত করা হলে সকলের জন্যেই ভালো হয়।
কৃষক মো. শরীফ বলেন, শীতকালীন বিভিন্ন সবজি চাষের জন্য এই অঞ্চলটি বিখ্যাত। কিন্তু ভাঙ্গা সড়কের জন্য শীতকালীন সবজি আনা নেওয়া করতে সমস্যা হয়। একটু ভালো রাস্তার জন্য অনেকখানি পথ ঘুরতে হয় চাষিদের।
এ ব্যাপারে চান্দিনা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে ওই সড়কটি ২০২৩ সালে প্রাক্কলন করা হয়। এরপর এ পর্যন্ত ৫ বার দরপত্র আহ্বান করা হলেও যোগ্য ঠিকাদার পাওয়া যায়নি। ফলে ষষ্ঠবারের মতো দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC