জুলাই ৪, ২০২৫

শুক্রবার ৪ জুলাই, ২০২৫

কুমিল্লার চান্দিনায় বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য ধ্বংস

Rising Cumilla -Huge quantity of adulterated baby food destroyed in Chandina, Cumilla

কুমিল্লার চান্দিনা উপজেলায় মোবাইল কোর্ট অভিযানে ২৫০ কার্টুন ভেজাল ও নিম্নমানের শিশু খাদ্য (ম্যাংগো জুস ও লিচু ড্রিঙ্কস) জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ জুলাই) উপজেলা প্রশাসন, চান্দিনা, কুমিল্লা এবং বিএসটিআই জেলা কার্যালয়, কুমিল্লার উদ্যোগে চান্দিনা উপজেলায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক (সিএম) কে এম হানিফ।

বিএসটিআই কুমিল্লা কার্যালয় জানায়, চান্দিনা উপজেলার কোরপাইয়ের প্রগতি ফুড অ্যান্ড বেভারেজ লিঃ-এ অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটিতে নকল ও নিম্নমানের শিশু খাদ্য, বিশেষ করে ম্যাংগো জুস ও লিচু ড্রিঙ্কস উৎপাদন করে আসছিল।

অভিযানে প্রতিষ্ঠানটি থেকে ২৫০ কার্টুন অবৈধ ও মানহীন ম্যাংগো জুস ও লিচু ড্রিঙ্কস জব্দ করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুরের উপস্থিতিতে চান্দিনা পৌরসভা ডাম্পিং জোনে জনসম্মুখে এসব ভেজাল পণ্য ধ্বংস করা হয়।

চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ হাফিজুর রহমান, পরিদর্শক (মেট)।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজালবিরোধী এই অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

আরও পড়ুন