কুমিল্লার চান্দিনায় উপজেলার গল্লাই ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী এবং ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গল্লাই সরকারী প্রথমিক বিদ্যালয়ের মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে।
গল্লাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মামুন গাজী মেম্বারের সভাপত্বিতে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুর রহমান সায়েমের সঞ্চালনায়, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কুমিল্লা ৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মবিন ডাক্তার, মনিরুল ইসলাম, মফিজুল ইসলাম, জসিমউদদীন, রহমান চেয়ারম্যান, ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ এবং বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১০ নং গল্লাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক সার্জেন্ট সাদিকুল ইসলাম, কৃষক লীগের সভাপতি খালেক ফেরদৌস মেম্বার, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আবু সুফিয়ান, সহ সভাপতি দেলোয়ার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াকুব, ছাত্রলীগের সভাপতি আবু নাঈম এবং সাধারণ সম্পাদক আলামিন অনিক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অধ্যপক বজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক আবদুল মমিন সরকার, সাবেক জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান দর্জি, মাইজখার ইউনিয়নের চেয়ারম্যান সেলিম প্রধান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ মহিউদ্দীনসহ কুমিল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।